অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুল মোতালেবের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৪ ১২:৩৮:১৮

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুল মোতালেবের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মোতালেব খান পিপিএম-কে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ সুমন কুমার দাশের নেতৃত্বে আলী নগর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই মোফাখারুল ইসলাম সহ একদল পুলিশ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মোতালেব খান পিপিএম-এর জানাযার নামাজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বাদ জোহর বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের উত্তরভাগ নছিরখালী জামে মসজিদে সম্পন্ন হয়েছে। 

নামাজে জানাযা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন শায়েখ মাওলানা ইসহাক আল মাদানী।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট ইবনে সিনা হাসপাতালের পরিচালক মাওলানা হাবিবুর রহমান, ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দুবাগ স্কুল এন্ড কলেজের সভাপতি নাজিম উদ্দিন, এডিশনাল পুলিশ সুপার সামসুদ্দিন বাহার, অবসরপ্রাপ্ত এডিশনাল পুলিশ সুপার নজরুল ইসলাম চৌধুরী, এডভোকেট মিনহাজ উদ্দিন খান, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, আহমদুর রহমান খান হিমু, মাওলানা আবুল কাসেম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা ছালেহ আহমদ, এডভোকেট মুসলেহ উদ্দিন, গোলাপগঞ্জ সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, শিক্ষাবিদ জিয়াউল বারী চৌধুরী সায়নু, মাকসুদুর রহমান খান আকবর।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মোতালেব খান পিপিএম গত বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে যান।

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মোতালেব খান পিপিএম-এর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ