রাশিয়ার ৫০০টির বেশি লক্ষ্যবস্তুর ওপর আজ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৫:২২:৫১

রাশিয়ার ৫০০টির বেশি লক্ষ্যবস্তুর ওপর আজ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: রাশিয়ার ৫০০টির বেশি লক্ষ্যবস্তুর ওপর শুক্রবার নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র  এই পদক্ষেপ নিতে যাচ্ছে। 

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের উপ-অর্থমন্ত্রী (ডেপুটি ট্রেজারি সেক্রেটারি) ওয়ালি অ্যাডেইমো এই তথ্য জানিয়েছেন।। অ্যাডেইমো বলেছেন, অন্যান্য মিত্র দেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে।

রাশিয়ার সামরিক শিল্প নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এছাড়া তৃতীয় দেশগুলোর বিভিন্ন কোম্পানিও থাকবে। এই কোম্পানিগুলো রাশিয়াকে সুবিধা দেয়।

ইউক্রেনে দুই বছর ধরে চলা যুদ্ধ ও রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে আগেই বলেছিল যুক্তরাষ্ট্র। এই দুই ঘটনায় মস্কোকে শায়েস্তা করতে চায় ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ