ঘোড়াঘাটে বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ: মালিকসহ আটক ৪

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:০২:১২

ঘোড়াঘাটে বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ: মালিকসহ আটক ৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে  বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ করায় মালিক বীরবল সহ ৪ জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় পর উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছের মালিকসহ ৪ জনকে আটক করা হয়। 

আটককৃত অন্য ৩ জন হলেন, ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের শাহ আলম (৩৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সুলতানপুর গ্রামের উপেন দাস (৫৫)।

পুলিশ  সুত্রে জানা গেছে,  সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বীরবল নামের ওই ব্যক্তি নিজের বাড়ির আঙিনাতেই সযত্নে রোপণ করেছিলেন গাঁজার গাছ। তিনি নিজেও একজন গাঁজা সেবনকারী। বাইরে থেকে কিনতে গেলে খরচ বেশি হয়। তাই নিজেই  গাঁজা রোপণ করেছিলেন। তাছাড়া ওই গাছের গাঁজা বিক্রি করে অর্থ উপার্জনের স্বপ্নও দেখছিলেন তিনি, বিক্রিও শুরু করেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মেহেদী হাসান ও অরুপ কুমার রায়সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৩ কেজি ওজনের ১১ ফিট লম্বা গাঁজার গাছ ,  ওই গাছে ৭০ গ্রাম শুকনা ও গাঁজা সেবনের সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মামলার বিষয়ে জানতে চাইলে  ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্তাকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বসতবাড়িতে গাঁজার গাছ চাষাবাদ এবং ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখে সেবনের অপরাধে চার জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। রবিবার 
(১৮ ফেব্রুয়ারী) আসামিদের আদালতে পাঠানো হয়েছে ।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

এ সম্পর্কিত খবর

জবিতে গুচ্ছের ‘বি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে গুচ্ছ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, উপস্থিতির হার ৮৯.৩৯ শতাংশ

ভূমধ্যসাগরে মারা যাওয়া আট বাংলাদেশির মরদেহ হস্তান্তর

চাঁদের উদ্দেশে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট যাত্রা

মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজ করতে বাধা দিচ্ছে জান্তা সরকার

বশেমুরবিপ্রবি’তে ‘বি’ ইউনিটের গুছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্ব গনমাধ্যম সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১

ফরিদপুরে স্কুল শিক্ষার্থী অপহরন মামলায় একজন গ্রেফতার

ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হাবিপ্রবিসাস'র ফ্রি শরবত বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ