প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:২৮:৪৮
অনলাইন ডেস্ক: মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারি মিয়ানমারের ২৩ নাগরিকের মধ্যে ২২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উখিয়া থানা পুলিশ আজ সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার আদালতে তুলে ১০ দিনের চাইলে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের মঞ্জুর করেন।
উখিয়া থানা পুলিশের ওসি তদন্ত নাসির উদ্দীন জানান, মিয়ানমারের এই নাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ডের শুনানি করেন। শুনানি শেষে ২২ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একজন অসুস্থ থাকায় তাকে জেল হাজতে প্রেরণ করেন।
তিনি জানান, বিজিবি বাদি হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, এ সংক্রান্ত মামলায় বিভিন্ন ধরনের ১২ টি অস্ত্র ও ১৯৫ রাউন্ড গুলি বিজিবির পক্ষে পুলিশকে সোপর্দ করা হয়েছে। ২৩ জন সকলেই রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রেশন হওয়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন তিনি।
প্রজন্মনিউজ২৪/এইচআরসি
গাড়ির গ্লাসে কালো পেপার ব্যবহার না করার নির্দেশ- ডিএমপি
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর জওয়ানরা
দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো রিয়াল
ডালিমের পর ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী
‘দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আ.লীগের দুর্নীতিকে জায়েজ করার জন্য’
দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো
বোমা হামলার হুমকি পাওয়া বিমানে চলছে তল্লাশি
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস