প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৫৬:৩৩
ঢাকা প্রতিনিধি: মেডিকেল ভর্তি পরীক্ষায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে দুই দিন ধরে ঘুরেছেন হুমাইরা ইসলাম নামের এক শিক্ষার্থী।
কোথাও সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত রোববার (১১ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে মন্ত্রীর সাথে দেখা করতে যান তিনি। সেখানেও কর্মকর্তাদের দুর্ব্যবহারের শিকার হন সেই শিক্ষার্থী ও তার পরিবার।
এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী হুমাইরা ইসলাম অভিযোগ করেছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৪০ মিনিট পর তার পাশের শিক্ষার্থীর কাছে নকলের ডিভাইস পান পর্যবেক্ষক।
রাগান্বিত হয়ে অভিযুক্ত ও পাশের দুই জনের ওএমআর শিট ছিঁড়ে ফেলেন তিনি। পরে আর পরীক্ষাই দিতে পারেননি হুমাইরা।
যাচাই বাছাই ছাড়া কেন উত্তরপত্র ছিড়ে ফেলা হলো এই অভিযোগ নিয়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতর ঘুরে বেড়াচ্ছেন হুমায়রা সহ তার পরিবার।
রোববার ফল প্রকাশের দিন স্বাস্থ্য মন্ত্রীর সংবাদ সম্মেলনে হাজির হন হুমায়রা। মন্ত্রী বের হওয়ার সময় পথরোধ করে জানান তার অভিযোগ।
এসময় কর্মকর্তারা হুমাইরার পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহারের করেছেন বলে অভিযোগও করেন তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে ভুক্তভোগী হুমাইরা বলেন, আমার স্বপ্ন ডাক্তার হওয়ার। আমার স্বপ্নকে ভেঙে দেয়া হয়েছে। তিনি আমার খাতা ছিনিয়ে নিয়ে গেছেন। আমি এর বিচার চাই।
এ সময় হুমায়রা বাবা মাসুদ রানা বলেন, 'আপনারা সবাই আমার মেয়ের জীবন ভিক্ষা দেন। আমার মেয়ের স্বপ্ন ও গাইনী ডাক্তার হবে। ঢাকা মেডিকেলে মহিলাদের গরীব মানুষের চিকিৎসা করবে।
পরে অবশ্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হুমায়রার অভিযোগ গ্রহণ করেন। একই সাথে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রজন্মনিউজ২৪/এইচআরসি
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মাগুরার সেই শিশুটির ছবি-ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ
ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ইসরাইলি নারী
ইসরায়েলি নারী ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার
ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ
বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের বিজনেস হাব হবে ঠাকুরগাঁও : দেলাওয়ার হোসেন
নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ
নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি
ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, ছাত্রদলের সাধারণ সম্পাদকের প্রশ্ন