প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:২৪:২৬
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার উত্তর আটঘর গ্রামে ওরুসের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়েছে। ওরুসে ৬জন নারী শিল্পী অশ্লীল নৃত্য পরিবেশন করেন। মাইক ও সাউন্ড বক্সের বিকট শব্দে এলাকার বৃদ্ধ লোক, রোগী এবং বিশেষ করে এবারের এসএসসি পরীক্ষার্থীরা বাড়িতে ঘুমাতে পারেননি। অনেক হার্টের রোগীদেরও সমস্যা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উত্তর আটঘর গ্রামে আতর আলী মাজার শরিফে ৫১তম ওরুস মোবারকে এ আয়োজন করা হয়।
সরেজমিন দেখা যায়, রাত ১০টা বাজার সাথে সাথেই গানের আসর শুরু হয়। আসরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজারের মতো যুবক, যুবতী, নারী ও পুরুষ দর্শক উপস্থিত ছিলেন। সারারাত নারী শিল্পিরা গান পরিবেশন করেন। এক পর্যায়ে এলাকার কয়েকজন সচেতন নাগরিক মাইকের বিকট শব্দ বন্ধ করার অনুরোধ করলেও আয়োজকরা তা করেননি। সাড়ে ৪টার দিকে নৃত্য শেষ হয়। এসময় গানের তালে তালে যুবক, যুবতী, নারী ও পুরুষ নাচেন। গানের পাশাপাশি গাজা সেবন করেন যুবকরা।
আয়োজকদের মধ্যে ছিলেন শাহ আতর আলীর ছোট ছেলে শাহ ফরজান আলী। সহযোগিতাকারী হিসেবে ব্যানারে নাম উল্লেখ ছিল, ফখরুল মিয়া, আখলু মিয়া, সৈয়দ মিয়া, তুহিন মিয়া, কামাল, হামিদ মিয়া ও শাহেন এর।
উপস্থিত থেকে নৃত্য উপভোগ করেন ইউপি সদস্য সুহেল আহমদ ও নুরুল ইসলাম।
প্রজন্মনিউজ২৪/এইচআরসি
চোখের কী হবে জানি না! মাথাভর্তি গুলি নিয়ে ঘুমাতে অনেক কষ্ট হয়
চীনের সুদের হার বাড়ানোর প্রস্তাব অগ্রহণযোগ্য’
শিক্ষার্থীদের ওপর হামলার মদদদাতা সেই জাবি শিক্ষক জবিতে আটক
সচিবালয়ে ‘বুলেটপ্রুফ গ্লাস’লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা
সরকারি চাকরিতে বয়স বাড়ানো কি যৌক্তিক
টিয়ার আক্রমণ ঠেকাতে লড়ছে আর্জেন্টিনার এক শহর
রাবি অধ্যাপকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি রাবি ছাত্রলীগ নেতা
ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন