প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:২৫:৫৭
অনলাইন ডেস্ক: বাংলাদেশের আট শিল্পীসহ একজন সংগীত পরিচালকের ছবি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে স্থান পেয়েছে। টাইমস স্কয়ার হচ্ছে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থান। এখানকার বিলবোর্ডে জায়গা করে নেয়া মানে আন্তর্জাতিক পর্যায়ে পা রাখা, এমনটাও মনে করা হয়। এ স্থানে যাদের ছবি দেখা যাচ্ছে তারা হলেন- ইমরান মাহমুদুল, ঐশী, কনা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশী, ইনিমা রশ্মি ও কাজল দেওয়ান। এ ছাড়া সবার ওপরে বড় করে স্থান পেয়েছে সংগীত পরিচালক পাভেল আরিনের ছবি। জানা গেল, পাভেলের হাত ধরেই এই টাইমস স্কয়ারে এ ছবিগুলো স্থান পেয়েছে। সম্প্রতি পাভেল আরিন একটি নতুন সংগীত সেশন চালু করেছেন। যেটার নাম দিয়েছেন ‘লিভিং রুম সেশন’। এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার জন্যই টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে প্রদর্শন হয় প্রজেক্টটির নামসহ শিল্পীদের ছবি। ‘লিভিং রুম সেশন’ নিয়ে পাভেল বলেন, ইতিপূর্বে সিনেমা ও টেলিভিশনে অনেক কাজ করেছি।
এবার ভাবলাম নতুন কিছু করি। তাই এই প্রজেক্ট। এটা কিছুটা জ্যামিংয়ের মতো হবে, তবে গানগুলো মিউজিক্যালি যাতে মানসম্পন্ন হয়, সেদিকটা নজরে রাখছি। এই প্রজেক্টের পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। আগামী ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেশনের প্রথম পরিবেশনাটি উন্মুক্ত করা হবে। প্রসঙ্গত, এর আগে ঢাকাই সিনেমা ‘সুড়ঙ্গ’র ট্রেলারও এখানকার একটি বিলবোর্ডে দেখানো হয়েছিল।
প্রজন্মনিউজ২৪/এফএইচ
শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর রহমান
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর
একে অপরে বিশ্বাস নেই ভারত ও পাকিস্তানিদের, ব্যতিক্রম বাংলাদেশিরা
আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক
সেন্সর বোর্ডের সদস্যপদ ফিরিয়ে দিলেন আশফাক নিপুন
পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করতে মমতার প্রতি আহ্বান