নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১, আহত ৩

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:২১:৩৮

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১, আহত ৩

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে সাজিন(১৮)নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিন জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার(৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কাউরিয়া পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
নিহত সাজিন কাউড়িয়া পাড়ার আমিরের ছেলে। ঘটনায় আহত অন্যরা হলো- রায়হান(২৩), তান্না(১৭), আমির(৪০)। আহত সকলেই সদর উপজেলার কাউরিয়াপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার দুপুরে নরসিংদী মডেল থানাধীন শহরস্থ কাউরিয়াপাড়ার বাউলপাড়া সংলগ্ন মসজিদের সামনে পাকা রাস্তার উপর স্থানীয় মতিন ও আলমাদ গ্রুপের লোকদের মাঝে ঝগড়ার তৈরী হলে এক পর্যায়ে দুই গ্রুপের লোকজনই দেশিয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর হামপা চালায়। দুই গ্রুপের লোকজনের মারামারিতে চার জন গুরুতর আহত হলে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় সাজিনের মৃত্যু হয়। বাকী তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে স্থানীয় স্পিডবোড ঘাট দখন নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় একজন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া তিন জনকে আটক করা হয়েছে।


প্রজন্মনিউজ২৪/এমআর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ