শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৩ ০৪:৩৬:৩৫

শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় পুলিশের লাঠিচার্জে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর জরুরি বিভাগে নিয়ে গেছে।

সোমবার (২৩জানুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুরে এই ঘটনা ঘটে।  

আহতরা হলেন আলভী মাহমুদ (২০), শান্ত (২০), ফাহিম আহমেদ (২১) ও রিয়াদ (২০) নাম জানা গেছে।

আহত রিয়াদ বলেন, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয়বার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। এসময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে আমরা পাঁচজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। আলভী মাহমুদ ও ফাহিম আহমেদ গুরুতর আহত হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রেস ক্লাবের সামনে থেকে আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। দুইজন চিকিৎসাধীন আছেন, বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর শেখ আবুল বাসার বলেন, ‘আমরা তাদেরকে অনেক বুঝিয়েছি। তারা সচিবালয়ে যেতে চাইলে একটা টিমকে সেখানে নিতেও চেয়েছি। কিন্তু তারা সবাই সেখানে যেতে চায়, সেটা তো সম্ভব না। এরপর আমরা তাদেরকে রাস্তা বন্ধ না করে অবস্থান কর্মসূচি করতে বলি। তারপরও রাস্তা বন্ধ করে তারা অবস্থান কর্মসূচি করেন। এতে জনভোগান্তি শুরু হয়। অ্যাম্বুলেন্সও চলাচলেও বিঘ্ন ঘটছিল। পরবর্তীতে আমরা তাদের সরিয়ে দেই।’

তিনি বলেন, ‘তাদের যখন সরিয়ে দেওয়া হবে, তখন কিছুটা ফোর্স তো দিতে হয়। সেক্ষেত্রে কিছু ধাক্কাধাক্কি হয়েছে। তবে এটা তাদের প্রতি চরম নিষ্ঠুরতার কোনো পর্যায় না।’


প্রজন্মনিউজ২৪/এনএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ