প্রকাশিত: ১৪ মে, ২০২৪ ০৮:১২:০৮
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোটে) নাম ব্যবহার করে প্রতারণা ঠেকাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের শরণাপন্ন হয়েছেন নিবন্ধিত দলটির নেতারা।
১৩ মে সিইসির কাছে এ বিষয়ে যৌথ চিঠি লিখেছেন দলটির সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও পরিচালনা বোর্ড প্রধান মো. শাহজামাল আমিরুল। মুক্তিজোটের প্যাড, সিল ও সংগঠন প্রধানসহ পরিচালনা বোর্ড প্রধানের স্বাক্ষর জালকারীর তথ্য অবগতি প্রসঙ্গে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), নির্বাচন কমিশনের নিবন্ধন নম্বর ৪১ ও প্রতীক ‘ছড়ি'। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছড়ি প্রতীকে ৬৩ জন প্রার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটকে কেন্দ্র করে কয়েকটি অনিবন্ধিত দল ও সামাজিক ব্যক্তিদের নিয়ে নির্বাচনের পূর্বে ‘গণ মুক্তিজোট’ নামে একটি নির্বাচনী জোট গঠন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিজোটের ছড়ি প্রতীকে ওই জোটের ৬৩ জন প্রার্থী অংশগ্রহণ করে। গণ মুক্তিজোট একটি নির্বাচনী জোট ছিল, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যক্রমও যার শেষ হয়ে যায়। কিন্তু জাতীয় লীগের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ নিজেকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সংগঠন প্রধান হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছেন, নিজের মতো করে মুক্তিজোটের প্যাড ও সংগঠন প্রধানের সিল বানিয়ে বিভিন্ন চিঠি ইস্যু করছেন।
এছাড়া মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও পরিচালনা বোর্ড প্রধান মো. শাহজামাল আমিরুলের স্বাক্ষর ও সিল নকল করে সংগঠন প্রধানের উপদেষ্টা হিসেবে ভুয়া চিঠি সবাইকে দেখাচ্ছেন। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস ও প্যাডের ঠিকানা ভুয়া প্যাডে পরিবর্তন করেছেন। ওই প্যাডে নিজেকে মুক্তিজোটের সংগঠন প্রধান পরিচয় দিয়ে নকল করা সিল ও প্যাড ব্যবহার করে নির্বাচন কমিশনে ভুয়া কমিটি জমা দিয়েছেন। কোথাও সে নিজেকে সংগঠন প্রধান হিসেবে আবার কোথাও সংগঠন প্রধানের উপদেষ্টা হিসেবে পরিচয় দিচ্ছেন। এদিকে সোনার বাংলা আন্দোলনের সমন্বয়ক- কাশেম মাসুদও একই চিঠিতে সংগঠন প্রধানের ভুয়া উপদেষ্টা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং নির্বাচন কমিশনে তাদের দাখিল করা ভুয়া কমিটি গঠনের সভায় নিজেকে মিটিংয়ের সভাপতি দাবি করেছেন।
এতে আরও বলা হয়, উল্লিখিত ব্যক্তিরা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোটের) কমিটিভুক্ত তো দূরের কথা প্রাথমিক সদস্যও না। তাই তারা যা করছে তা মুক্তিজোটের সঙ্গে জালিয়াতি ও প্রতারণা, যা মুক্তিজোটকে শুধু হেয় প্রতিপন্ন করাই না, মুক্তিজোটের সঙ্গে চরম প্রতারণা। প্রতারণার বিষয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিতও হয়েছে।
চিঠিতে জালিয়াতকারী ও প্রতারকদের সম্পর্কে উল্লিখিত অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন মুক্তিজোটের শীর্ষ দুই নেতা। এই ঘটনায় সম্প্রতি রাজধানীর দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে, যার নম্বর ১১৬৯।
প্রজন্মনিউজ২৪/আরাফাত
ড. ইউনূসকে ওবামাসহ ৯২ নোবেল বিজয়ীর শুভেচ্ছা
শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আ.লীগ, আজ থেকে অ্যাকশন শুরু: আসিফ
শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ১১১ টি হত্যা মামলা
সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করছে
সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার
তাকসিম এ খান: ৫ হাজার কোটি টাকা লোপাট, যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার
নতুন চার কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আপনারা বরং দল পুনর্গঠন করুন: আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা