জাতীয় দলে ফিরতে হঠাৎ ক্ষমা চেয়ে চিঠি রোমান সানার

প্রকাশিত: ০৯ মে, ২০২৪ ১১:৩৪:৫৪

জাতীয় দলে ফিরতে হঠাৎ ক্ষমা চেয়ে চিঠি রোমান সানার

অনলাইন ডেস্ক: জাতীয় দলে ফিরতে ক্ষমা চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছেন রোমান সানা। গত ২রা মে ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি দেন দেশসেরা এই আরচার। চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুন্নের জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি জাতীয় দলে খেলার আকুতির কথা জানান। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, ‘সে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে। পরবর্তী নির্বাহী কমিটির সভায় তার চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিবো আমরা।’

বাংলাদেশ আরচারিতে যত সাফল্য এর বেশিরভাগই রোমানের হাত ধরে এসেছে। বিশ্বকাপে রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে জিতেছেন রুপা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ। নিজের যোগ্যতা দিয়ে সরাসরি খেলেছেন অলিম্পিকে। এছাড়া অন্যান্য অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক তো আছেই। তুলনায় শুধু এসএ গেমসে সোনা জিতেই অনেক অ্যাথলেট পেয়েছেন ফ্ল্যাট, জমি।

যোগ্যতা অনুসারে মূল্যায়ন না পাওয়ার হতাশা তাকে কুরে কুরে খেয়েছে প্রতিনিয়ত। এর সঙ্গে যোগ হয়েছে সামপ্রতিক সময়ে নতুন সংসারের আর্থিক টানাপোড়েন। এসব কারণেই হতাশা থেকে হঠাৎ জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন রোমান সানা। অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের কষ্টের কথা তুলে ধরেন তিনি। পদকজয়ী হয়েও প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ তোলেন। তার বেশির ভাগ অভিযোগ ছিলো ফেডারেশনের দিকে। বিশেষ করে ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন দেশের অন্যতম সফল এই আরচার। 

রোমানের এই ঘোষণায় তোলপাড় শুরু হয় গোটা ক্রীড়াঙ্গনে। এ নিয়ে মুখ খোলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল। পাল্টা অভিযোগ রোমানের বিরুদ্ধে তোলেন তিনি। রোমানকে মানসিক রোগী বলে আখ্যা দেন। আরচারি খেলে কোটিপতি হয়েছেন রোমান সানা, খুলনায় নিজ বাড়িতে পাঁচতলা বাড়ি তুলেছেন, পদক জয়ের পর আকর্ষণীয় অর্থ পুরস্কার দেওয়ার মতো অনেক কথাই বলেন চপল। তারপরেও চপল রোমানকে নিঃশর্ত ক্ষমা চেয়ে খেলা শুরু করতে বলেন। রোমান ক্ষমা চাইবেন না বলে জানান। এভাবে অভিযোগ পাল্টা অভিযোগে চলতে থাকে বেশকিছুদিন। এসবের মাঝেই নিজের ভুল বুঝতে পেরে নিঃশর্ত ক্ষমা চেয়ে ফেডারেশনে চিঠি দিলেন রোমান। ফেডারেশনের সাধারণ সম্পাদক রোমানের চিঠি প্রসঙ্গে বলেন, ‘রোমান ভুল করেছিল। সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছি। আমরা চিঠি সভাপতির কাছে পাঠিয়েছি। সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। 

রোমানের বিষয়ে কারও কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’ চিঠিতে রোমান ফেডারেশন সংক্রান্ত অযাচিত মন্তব্যে ভাবমূর্তি ক্ষুন্নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশসেরা এই আরচার। একইসঙ্গে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবার দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার জন্য ফেডারেশনের কাছে সুযোগও চেয়েছেন।’ তবে রোমানের জাতীয় দলে ফেরা সহজ হবে জানিয়ে চপল বলেন, ‘জাতীয় দলে ফিরতে হলে রোমানকে ট্রায়ালের মাধ্যমে স্কোর করে ফিরতে হবে। রোমান জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেওয়ার আগেই ট্রায়ালে অংশগ্রহণ করেনি। ফলে স্বাভাবিকভাবেই ও অনেক পিছিয়ে আছে। এই সুযোগে অনেকে নিজেদের প্রমাণ করে শক্ত অবস্থানে আছে। নতুনদের পেছনে ফেলে সুযোগ পেতে হবে রোমানকে কঠোর পরিশ্রম করতে হবে।’ 


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ খান

আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

রাইসির মৃত্যুতে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা যা বললেন

মন্ত্রীর ছেলে নির্বাচনের মাঠে, মানছেনা সাংগঠনিক নির্দেশ

জামায়াত সহ ৩৯টি দলের সঙ্গে বৈঠক, যে বার্তা দিলো বিএনপি

ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে দিলো না স্পেন

ইসলামী আন্দোলনের ঢাকার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত আর নেই

ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের পক্ষে এএফসি  

রাবিতে হিন্দু শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ