ফর্মে ফেরাতেই লিটনকে আরও সুযোগ!

প্রকাশিত: ০৯ মে, ২০২৪ ১১:২৮:২৪

ফর্মে ফেরাতেই লিটনকে আরও সুযোগ!

অনলাইন ডেস্ক: লিটন দাস ব্যাট হাতে ধুঁকছেন-ভুগছেন! এরপরও জাতীয় দলে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন এই ওপেনার। তার বাজে পারফরম্যান্সের প্রভাবও পড়ছে দলের ওপর বাজেভাবে। বিশেষ করে টি-টোয়েন্টি গেল এক বছরে তিনি হাঁকাতে পারেননি একটি ফিফটিও! এ সময়ে ১০০.৮৫ স্ট্রাইক রেটে ১০ ম্যাচে করেছেন সবমিলিয়ে ১৭৮ রান। যেখানে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। অন্যদিকে ২০২৪ শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল নিয়ে। আর মাত্র এক মাস পরেই বিশ্বকাপ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের এই আসরের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত। এরইমধ্যে আইসিসিকে যে দল পাঠানো হয়েছে তাতে আছেন লিটনও। কিন্তু এ বছর তার পারফরম্যান্সের গ্রাফটা যেন আরও নিম্নমুখী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ।

সবমিলিয়ে করেছেন ৯৭.৫৩ স্ট্রাইকরেটে ৭৯ রান! এরপরও তাকে চলতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ দুটি ম্যাচেও দলে রাখা হয়েছে। এই সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনি করেছেন ৩৬ রান। এমন পারফরম্যান্সে কেন তিনি দলে! এ নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক  দৈনিক মানবজমিনকে বলেন, ‘ বিশ্বকাপের আগে অবশ্যই লিটনের ফর্মে না থাকা আমার চিন্তার কারণ। সবাই তো তাকে নিয়ে উদ্বিগ্ন। আসলে আমরা লিটনকে নিয়ে প্রচণ্ড আশায় আছি। সবার বিশ্বাস বিশেষ করে টিম ম্যানেজমেন্টের আস্থা তার ওপর যে লিটন ফর্মে ফিরবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার মতো একজন প্রতিভাবান ক্রিকেটার আমাদের গ্লোবাল টুর্নামেন্টে প্রয়োজন আছে।’
 
২০১৫ তে জাতীয় দলে অভিষেক লিটন দাসের। এরপর থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন ৮০ টি-টোয়েন্টি ম্যাচ। ১০ ফিফটিতে ২৩.২৪ গড়ে ১৮.৪৯ স্ট্রাইকরেটে করেছেন ১৭৯০ রান। এখন পর্যন্ত এই ফরম্যাটে কোনো সেঞ্চুরির দেখা না পেলেও তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস। বলার অপেক্ষা রাখে না তিনি দারুণ প্রতিভাবান। কিন্তু বিশ্বকাপের আগে তিনি কি ফর্মে ফিরবেন! যদি শেষ পর্যন্ত না ফেরেন এরপরও কি থাকবেন জাতীয় দলে? আর ফর্মে ফেরাতে অন্যদের সুযোগ না দিয়ে কেন তাকে আন্তর্জাতিক ম্যাচেই বারবার খেলানো হচ্ছে! ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। 

এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা আশায় আছি তিনি (লিটন) ফর্মে ফিরবেন। এখনো তার সামনে পাঁচটি ম্যাচ আছে দুটি জিম্বাবুয়ের বিপক্ষে আর তিনটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আমরা তার যোগ্যতার ওপর বিশ্বাস রাখতে চাই। হ্যাঁ, এখন সুযোগ না দেয়া ছাড়াও কোনো উপায় নেই। প্রধান কোচেরও তাকে ঘিরে একটা পরিকল্পনা আছে। সে ফর্মে  ফিরবে এটা বিশ্বাস রেখেই সুযোগ দেয়া হচ্ছে। সৌম্য সরকারকেও একইভাবে সুযোগ দেয়া হয়েছিলো। তবে একই সঙ্গে তার ফর্মে না ফেরাতো অবশ্যই চিন্তার বিষয়।’ 

যে কারণে না খেলেই বাদ ইমন 

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম তিন টি-টোয়েন্টি দলে থাকা পারভেজ হোসেন ইমন না খেলেই বাদ পড়েছেন। এ ছাড়াও আফিফ হোসেনকেও দলে রাখা হয়নি। বলার অপেক্ষা রাখে না এখানেই পরিষ্কার যে, তারা নেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বকাপ পরিকল্পনাতে। তবে দারুণ ফর্মে থাকা পেসার শরিফুল ইসলামকে স্কোয়াডে রাখা হয়নি শুধুমাত্র বিশ্রাম দেয়ার চিন্তা থেকে। অন্যদিকে ১০ মাস পর ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে বিশ্রাম পাওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ডাক পেয়েছেন। চোট থেকে সেরে ওঠা টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারও ফিরেছেন। এ বিষয়ে জাতীয় দলের আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের দলে তিনটা পরিবর্তন এসেছে। সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান দলে এসেছে। এ ছাড়াও শরিফুলকে মূলত বিশ্রাম দেয়া হয়েছে পরিবারকে সময় দেয়ার জন্য এবং আপনারা সবাই জানেন, মোস্তাফিজকেও আমরা একই কাজ করেছি।’ 

অন্যদিকে না খেলেই ইমনের বাদ পড়া নিয়ে রাজ্জাক বলেন, ‘সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে যে, ও কী অবস্থায় আছে। এজন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।’ 


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

নতুন প্রেসিডেন্টের নাম ঘোষনা করেছে ইরান

ইরানি প্রেসিডেন্টের মৃত্যু ও সৌদি বাদশাহর স্বাস্থ্য উদ্বেগে বেড়েছে তেলের দাম

দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন কাল

রাইসির মৃত্যুতে যা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রেসিডেন্ট রাইসিকে উদ্ধারে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া

হেলিকপ্টার দূর্ঘটনায় মারা গেলেন প্রেসিডেন্ট রাইসি

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

জামায়াত সহ ৩৯টি দলের সঙ্গে বৈঠক, যে বার্তা দিলো বিএনপি

রাবিতে হিন্দু শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: ফখরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ