টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪ ১১:০৭:২২

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম টেস্ট দিয়ে দীর্ঘ এক বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। সকাল দশটায় শুরু হবে ম্যাচটি। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

সাকিবের প্রত্যাবর্তন ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। আরেক পেসার নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ হয়েছে হাসানের। এর আগে ২২টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলামও।

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ দিমুথ করুনারত্নে, নিশান মাদুশঙ্কা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দে, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।


 প্রজন্মনিউজ২৪/আরা 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ