প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪ ০৪:৪৬:৪৭
অনলাইন ডেস্ক: গুড়ার দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা এবং গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) রাতে তাকে গুনাহারের ভান্ডুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সময় তার গাড়িচালক রাহিম খান এবং সহকারী রমজান আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, গতকাল রাত ১১টার পর থেকে নূর মোহাম্মদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যদিও রাতেই তাকে পুলিশ নিয়ে গিয়েছিল। কিন্তু প্রথমে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছিল। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বৃহস্পতিবার দুপুরে কালবেলাকে বলেন, নূর মোহাম্মদকে ইউনিয়নের ভান্ডুরিয়া এলাকা থেকে এবং অপর দুজনকে গুনাহারের সাহেব বাড়ি রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা নূর মোহাম্মদ আবু তাহের ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
নূর মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন ২ হাজার ৯০৪ ভোট।
প্রজন্মনিউজ২৪/এমএম
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত
কেউ হুমকি দিলে বিএনপি কি চুপ থাকবে, প্রশ্ন টুকুর
ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ
বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের বিজনেস হাব হবে ঠাকুরগাঁও : দেলাওয়ার হোসেন
সিমান্তে বেড়া দিতে দেবে না বাংলাদেশ, সীমান্ত হত্যা জায়েজ করার চেষ্টা ভারতের
আওয়ামী ফ্যাসিস্টদের ‘হেডকোয়ার্টার’ কলকাতা
ভবনে ঢুকে ‘হাওয়া’ আ. লীগ নেতা ব্যাটারি বাবু!
ময়মতো পাসপোর্ট হাতে না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা, আকামা ঝুঁকিতে অনেকে