প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৯:১০
অনলাইন ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখানোর পর হালকা সেই চোট নিয়ে ব্রাজিলের হয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছেন নেইমার। বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের পেলের রেকর্ডও নিজের করে নিয়েছেন।
আল হিলালের সমর্থকেরা এখন অপেক্ষায় আছেন নেইমারকে পুরো ছন্দে দেখার। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হওয়ার অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু সেটার জন্য হয়তো আবার অপেক্ষার প্রহর গোনা শুরু করতে হতে পারে আল হিলালের সমর্থকদের।
কারণ, নেইমারকে নিয়ে যে আবার চোটের শঙ্কায় আছেন আল হিলালের কোচ জর্জ জেসুস। আল হিলাল আজ রাতেই আবার মাঠে নামছে। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগান।
এই ম্যাচে নেইমার খেলবেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে জেসুস বলেছেন, ‘আজকের অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব, বিদেশি খেলোয়াড়দের মধ্যে কোন পাঁচজন খেলবে। নেইমার আর মাইকেলের হালকা অস্বস্তি আছে এবং এটা নিশ্চিত হতে হবে যে তারা ম্যাচটি খেলার জন্য শতভাগ ফিট আছে।’
প্রজন্মনিউজ২৪/এমটি
শাটডাউনের শঙ্কায় যুক্তরাষ্ট্রের সরকার
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন সাকিব
আবারো আলোচনায় বিস্ফোরিত এয়ার ইন্ডিয়া ফ্লাইট
সাংবাদিক নাদিম হত্যা মামলার আরেক আসামির জামিন স্থগিত
কখনো বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারবো না : তামিম
শাজাহানপুরে দক্ষিন পারতেখুর বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, নেই পড়ালেখার পরিবেশ
আবারোও হাজার কোটির ক্লাবে শাহরুখের জওয়ান
তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই