সিরাজ জড়ে লণ্ডভন্ড শ্রীলঙ্কা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৫২:২৫

সিরাজ জড়ে লণ্ডভন্ড শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে তাণ্ডবে চালিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তার আগুণ ঝড়া বোলিংয়ে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। রোববার কলম্বোর প্রেমাদাসায় (১৭ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক দাসুন শানাকা। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। 

টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ভারতীয় পেসারদের তোপে ধুঁকতে থাকে লঙ্কান ব্যাটাররা। মাত্র ৮ রানের মধ্যে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ৪ বলে ২ রান করেন। আর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান কুশল পেরেরা, সাদিরা সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা। 

এরপরও উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১২ রানে ধনাঞ্জয়া ডি সিলভা ২ বলে ৪ ও দাসুন শানাকা রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান। শানাকাকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন পেসার মোহাম্মদ সিরাজ। এরপর ক্রিজে আসা দুনিথ ভেল্লালাগেকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস। 

তবে লঙ্কান শিবিরে আবারও আঘাত হানেন সিরাজ। দলীয় ৩৩ রানে ৩৪ বলে ১৭ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তিনি। মেন্ডিসের বিদায়ের পরেই ফিরে যান ভেল্লালাগে। এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নেন ভারতের বোলাররা। শেষ পর্যন্ত মাত্র ১৫ ওভার ২ বলে ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।


প্রজন্মনিউজ২৪/ইমরান

এ সম্পর্কিত খবর

করোনায় মরদেহ পোড়ানোয় মুসলিমদের কাছে ক্ষমা চাইল শ্রীলঙ্কা সরকার

নিজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মুশফিকের ফেসবুক স্ট্যাটাস

ইসলামী যুব আন্দোলনের গাছ বিতরণ অনুষ্ঠান

ফোন দেখে লিখছেন পরীক্ষার্থীরা, পাশে দাঁড়িয়ে কক্ষ পরিদর্শক

কোচিং ব্যবসাকে কেন্দ্র করে ডুয়েট এলাকায় চাঁদাবাজি, প্রতিষ্ঠান ভাঙচুর।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপরে

ইউআইটিএস-এ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’প্রদান।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

শ্রীলংকার দোরগোড়ায় লক্ষ কোটি টাকার সমুদ্র সম্পদ, হাতিয়ে নিতে চায় ভারত ও চীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ