প্রকাশিত: ২৬ মে, ২০২৩ ১২:১২:২৬
বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক মেহেদী হাসানকে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হেনস্তার অভিযোগ উঠেছে। মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের ৪৩ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
তিনি জানান, বৃহস্পতিবার (২৫ মে) তার প্রয়োজনীয় কাজে বিশ্ববিদ্যালয় প্রবেশকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শামসুল আলম অন্তর (৪৪তম ব্যাচ) বিশ্ববিদ্যালয়ের সংসদের সামনে তার বাইক আটকায় এবং গতকাল মেহেদী হাসানের সহকর্মী আকরাম হোসেন ছাত্রলীগ দ্বারা হামলার শিকার হওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার বিষয়ে তার সাথে বাক-বিতন্ডা শুরু করে।
পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এলে ছাত্রলীগের কর্মীরা হেনস্তা করে এবং ধাক্কাধাক্কি ও জোর করে বুটেক্স ছাত্রলীগের কার্যালয়ে বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ জয়-এর সামনে নিয়ে যায় এবং সেখানে নিয়ে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সামনে তার ওপর মানসিক নির্যাতন চালায় এমন অভিযোগ উঠেছে।
এই বিষয়ে মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মশিউর রহমান এর কাছে লিখিত অভিযোগ দিলে,তিনি জানান আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ অতিদ্রুত ব্যবস্থা নিবো।
অভিযুক্তদের মধ্যে কৌশিক বাড়ৈ (৪৪ তম ব্যাচ) নামের এক শিক্ষার্থীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, “ঘটনার সময় আমি ছিলাম তবে আমি কোনো ধরনের হেনস্থার সাথে জড়িত নই, এবং আমার জানামতে কেউ হেনস্থাও করেনি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কাছে অভিযোগকৃত শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, “এরা বুটেক্স ছাত্রলীগের কর্মী না, ঘটনার সাথে জড়িতদের দায়ভার ছাত্রলীগ বহন করবে না।”
এছাড়াও হেনস্তায় আরও জড়িত থাকার অভিযোগ উঠেছে বুটেক্স শাখা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী কৌশিক বাড়ৈ, সাবেক সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী অনিক সাদমান, সাবেক সহ-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জাকারিয়া বিন হোসেনসহ আরও ১০ থেকে ১৫ জন এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপুর অনুসারী।
প্রজন্মনিউজ২৪/জাহিদ
বুটেক্স ক্যান্টিন যেন শিক্ষার্থীদের বিষফোঁড়া
শেরপুরে ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট প্রোগ্রামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বৃষ্টির দিকে তাকিয়ে বিদ্যুৎ বিভাগ
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যেন ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী
মাধবখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত