প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ০৩:২৪:৪৯ || পরিবর্তিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ০৩:২৪:৪৯
কলেজ প্রতিনিধি: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ ৷
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিজয় মিছিল বের করা হয়৷ মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে সাইন্সল্যাব মোড় ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত বিজয় সমাবেশের আয়োজন করা হয়৷ বিজয় সমাবেশে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ, উপাধ্যক্ষ প্রফেসর এ টি এম মঈনূল হোসেন সহ অন্যান্য শিক্ষকরা একাত্বতা প্রকাশ করেন৷
এসময় বিজয় সমাবেশের বক্তব্যে ছাত্রলীগ নেতারা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নজরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ ছাত্রলীগ নেতারা বলেন, "এখন জুনিয়র টাইগাররা বিশ্বকাপ জিতেছে৷ আগামীতে আমরা মূল বিশ্বকাপ জিতবো৷"
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাহী সহ ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন৷
প্রজন্মনিউজ২৪/
কেশবপুরে বোরো ক্ষেতে গরুর বদলে মই টানছে মানুষ
ধুলায় নাকাল ঢাকা, পড়ে আছে রোড সুইপার ট্রাক
ভারতে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু
তাপস-খোকনের ভুল বোঝাবুঝির অবসান হবে: তাজুল ইসলাম
চান্দিনায় ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
বিগ বাজেটের সিনেমায় হৃত্বিক-দীপিকা
বাংলাদেশের বিপক্ষে কেমার রোচের বাড়তি উন্মাদনা-উত্তেজনা কাজ করে