প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৮:৪৭
রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে ইনিংস ব্যবধানে হারের হ্যাটট্রিক করল বাংলাদেশ । এর আগে ভারত সফরের দুই টেস্টে যথাক্রমে ইনিংস ও ১৩০ রানে এবং ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এ টেষ্টে বাংলাদেশ দলের প্রথম ইনিংসের তুলনায় বেশ ভালো ছিলো দ্বিতীয় ইনিংসের শুরুটা। প্রথম ইনিংসে টপঅর্ডারদের ব্যর্থতায় হাল ধরেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। সে ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে অন্তত বলার মতো ব্যাটিং করেন টপঅর্ডারের তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হকরা।
কিন্তু এ ইনিংসে যেনো ব্যাটিংটাই ভুলে গেলেন মিডলঅর্ডারের মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ ও ৩৩ বছরের লেগস্পিনার ইয়াসির শাহর বোলিংয়ে ধরাশায়ী হয়ে ইনিংস পরাজয়ই ডেকে এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বেশ ভালো শুরুর পর মাত্র ৪৪ রানে শেষের ৮ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল।
বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২১২ রানের বড় লিড নেয় পাকিস্তান। স্বাগতিকদের আবারও ব্যাটিংয়ে নামাতে দ্বিতীয় ইনিংসে অন্তত ২১২ রান করতে হারতো বাংলাদেশকে। কিন্তু টাইগাররা অলআউট হলো মাত্র ১৬৮ রানে। ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ৬০ পয়েন্ট পেয়ে গেছে পাকিস্তান।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি টানা ষষ্ঠ পরাজয়। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচে ইনিংস পরাজয় দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে আফগানিস্তান এবং ভারত সফরে গিয়ে আরও দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানেও প্রথম ম্যাচে হালি পেল না টাইগাররা।
প্রজন্মনিউজ২৪/ মামুন
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে করোনায় ২ জনের মৃত্যু
হেফাজত নেতা শরিফউল্লাহ রিমান্ডে
বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই
করোনা সংক্রমন রোধে কঠোর লকডাউন শুরু
বাংলাদেশের গরীব মানুষ এখনও খেতে পাচ্ছে না : অমিত শাহ
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই
ইরাকে মার্কিন সেরা বহিষ্কার করলে স্থিতিশীলতা ফিরে আসবে
করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করলেন সুজিত রায়