খাগড়াছড়ি শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষ্যে মেলা

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০১৯ ১১:৫২:১০

খাগড়াছড়ি শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষ্যে মেলা

খাগড়াছড়ি প্রতিনিধি ::  খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি (শান্তি চুক্তি)র ২২ বর্ষপূর্তি উপলক্ষে পৌর টাউন হল প্রাঙ্গনে রবিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল মো: নাজিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন ,পৌর মেয়র রফিকুল আলম, সিভিল সার্জন ইদ্রিস মিঞা, জেলা পরিষদ সদস্য জাহেদুল আলম ,খগেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, শতরূপা চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মেলার র‌্যাফেল ড্র উদ্বোধন করেন। শেষে মেলার ৩২টি স্টল ঘুরে দেখেন অতিথিরা।

প্রজন্মনিউজ২৪/রেজাউ/মোঃ রুবেল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ