খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০১৯ ১১:৪৯:২২

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাউন হলের সামনে এই সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ভোধন করেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আজমের সঞ্চালনায় এ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চন্দন কুমার দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সহসভাপতি- কল্যান মিত্র বড়ুয়া, মনির খান, চাইথো অং মারমা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক- নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, এম এ জব্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ যুব বিষয়ক সম্পাদক মংসেপ্রু চৌধুরী অপু, মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম প্রমূখ। সম্মেলনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। জননেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে তারই ধারাবাহিকতা অনুসরণ করতে হবে। যাতে করে দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারি। কাউন্সিল শেষে নতুন কমিটিকে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রথম অধিবেশন শেষে দলীয় কাউন্সিলে ৫টি ইউনিয়ন কমিটি ও ১৫জন উপদেষ্টাসহ সদর উপজেলা আওয়ামী লীগের মোট ২৩৭ জন কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি সঞ্জীব ত্রিপুরা ও সাধারন সম্পাদক বিশ্বজিত রায় কে নির্বাচিত করা হয়।

প্রজন্মনিউজ২৪/ রুবেল / নাজিম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ