নীলফামারীতে দেবী দূর্গার প্রতীমা বিসর্জন

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০১৯ ১১:৫৭:৫৬ || পরিবর্তিত: ০৯ অক্টোবর, ২০১৯ ১১:৫৭:৫৬

নীলফামারীতে দেবী দূর্গার প্রতীমা বিসর্জন

মোঃ ফরহাদ হোসাই নীলফামারীঃ  সারা দেশের মতো নীলফামারীতেও হাজার হাজার ভক্ত অনুসারীদের উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে দেবী দূর্গার বিসর্জন দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। নীলফামারী শহরে ও বিভিন্ন স্থানের নদী ও পুকুরে দূর্গা প্রতীমা বিসর্জন দিয়েছেন তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকেই নীলফামারী জেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন কাজ শুরু হয়। গভীর রাত পর্যন্ত এই প্রতীমা বিসর্জনের কাজ চলে। শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্ত অনুসারীরা ঢাক ঢোল বাজিয়ে বাদ্যের তালেতালে নেচে গেয়ে দূর্গা দেবীকে বিসর্জন দিতে সমবেত হন। নীলফামারী জেলায় এ বছর ৮৫৭ পূজা মন্ডপ অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী জেলা উপজেলার তিস্তা, বুড়িখোড়া, বুড়িতিস্তা, চিকলি, দেওনাই ও কিছু পুকুরে এবং বিভিন্ন নদ নদীতে দূর্গা প্রতীমা বিসর্জন দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

আর যে কোনো প্রকারের অপৃতিকর পরিস্থিতি এড়াতে সকল স্থানেই পর্যাপ্ত পরিমাণে আনসার পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও প্রকারের অপৃতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ