ইরাকে চার দিনে নিহতের সংখ্যা ৬০ এ দাঁড়িয়েছে

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০১৯ ১২:৪৭:৫৭ || পরিবর্তিত: ০৫ অক্টোবর, ২০১৯ ১২:৪৭:৫৭

ইরাকে চার দিনে নিহতের সংখ্যা ৬০ এ দাঁড়িয়েছে

গত চার দিনে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬০ এ দাঁড়িয়েছে। নিরাপত্তা বাহিনী ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে। এ কারণে গত ২৪ ঘন্টায় হতাহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। বেকারত্বের হার বৃদ্ধি, নিম্মমানের সরকারি সেবা ও অব্যাহত দুর্নীতির প্রতিবাদে গত মঙ্গলবার থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়।

প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদি সরকারের এক বছরের মাথায় এই বিক্ষোভকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বৃহস্পতিবারই কারফিউ জারি করা হয়। এছাড়া ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। তবে শুক্রবার প্রধানমন্ত্রীর আহ্বান ও কারফিউ উপেক্ষা করে কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে।

ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার পরও বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা রাজধানীর তাহরির স্কয়ারে জড়ো হওয়ার চেষ্টা করেছিল। এসময় নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে তাজা গুলি ছোড়ে।

বেশ কয়েক জন বিক্ষোভকারীর মাথায় ও পেটে গুলিবিদ্ধ হয়েছে। কেবল শুক্রবারেই বাগদাদে ১০ জনের বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে মেডিকেল ও নিরাপত্তা বাহিনীর সূত্র। গত কয়েক দিনে সব মিলিয়ে অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য রয়েছে।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ