ট্রফি অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২০:৩২

ট্রফি অপেক্ষায় বাংলাদেশ

চার মাসের ব্যবধানে আবারও ট্রফির মঞ্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত মে মাসে আয়ারল্যান্ডে শেষবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপার খরা কাটিয়েছিল টাইগাররা। বহুজাতিক সিরিজে সেটিই এখনো বাংলাদেশের জেতা প্রথম ও শেষ ট্রফি।

এবার বাংলাদেশের সামনে সুযোগ ক্রিকেটের খুদে ফরম্যাটে প্রথমবার বহুজাতিক সিরিজের ট্রফি জয়ের। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগেও দুটি বহুজাতিক সিরিজের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। প্রথমবার ঘরের মাঠে ২০১৬ সালে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফাইনালটা ছিল গত বছর। সাকিব আল হাসানের নেতৃত্বে শ্রীলঙ্কায় নিদাহাস কাপের ফাইনালে শেষ বলে দিনেশ কার্তিকের খুনে ব্যাটিংয়ে ট্রফির দুয়ার থেকে ফিরেছিল বাংলাদেশ। দেশের মাটিতে সাকিবের অধিনায়কত্বে আজই প্রথম ফাইনাল খেলবে টাইগাররা।

এই ফরম্যাটে আফগানরা সন্দেহাতীতভাবে এগিয়ে বাংলাদেশের চেয়ে। টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচ হারের পর গত ২১ সেপ্টেম্বর রশিদ খানের দলকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে পাওয়া ঐ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজকের ফাইনালে মাঠে নামবে স্বাগতিকেরা।

আফগানদের সমীহ করলেও বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো আত্মবিশ্বাসী ফাইনাল বিজয়ে। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আফগানিস্তান অবশ্যই ভালো দল। তবে আমরা জানি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে আমরা যে কোনো দলকে হারাতে পারি। আমাদের জন্য চ্যালেঞ্জ হবে আমাদের স্কিল ও মানসিকতা এক বিন্দুতে মেলাতে পারা, যেন আফগানিস্তানের মতো দলকে হারাতে পারি।’

ইনজুরির কারণে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের খেলা হচ্ছে না আজ। গতকাল এই তরুণ নিজেই বলেছেন, হাতের সেলাই খোলা হবে দুই দিন পর। কোচ ডমিঙ্গোও হাফ ফিট কাউকে একাদশে রাখতে চান না।

গতকাল সন্ধ্যায় দল সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। উইনিং কম্বিনেশন ধরে রেখেই ফাইনালে নামবে বাংলাদেশ।

অবশ্য পেস বোলিংয়ের বিপক্ষে আফগান ব্যাটসম্যানদের অনভ্যস্ততার সুযোগ কাজে লাগাতে একাদশে চার পেসার রাখার পক্ষে কোচ ডমিঙ্গো।

টানা দুই ম্যাচ হারলেও হতোদ্যম নয় আফগানরা। হ্যামস্ট্রিংয়ের কারণে একটু অনিশ্চয়তা থাকলেও রশিদ খানের খেলার সম্ভাবনাই বেশি। গতকাল আফগান অধিনায়ক বলেছেন, ফাইনাল বিজয়ে শতভাগ নিংড়ে দিতে চান তারা।

উইকেট, একাদশ যা-ই হোক, বহুজাতিক সিরিজে আরেকটি ট্রফি জিততে হলে আজ আফগানদের বিপক্ষে সামর্থ্যের সেরাটাই খেলতে হবে সাকিব বাহিনীকে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ