দিনাজপুরে বিদ্যুৎ সংযোগের নামে জালিয়াতিতে এক দালাল আটক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২৪:০০ || পরিবর্তিত: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২৪:০০

দিনাজপুরে বিদ্যুৎ সংযোগের নামে জালিয়াতিতে এক দালাল আটক

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎ সংযোগের নামে অতিরিক্ত টাকা লেনদেনের সময় মুকুল আহম্মেদ (৫৫) নামে এক দালালকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা জানায়, গত ১৮ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে সাতটায় চিরিরবন্দর উপজেলার কুতুবডাঙ্গা বাজারে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চিরিরবন্দর সাব জোনাল অফিসের আওতায় দূর্গাপুর গ্রামে ২০০ বাড়ীতে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের প্রক্রিয়া চলাকালে উপজেলার রাজাপুর গ্রামের মৃতঃ আবুল হোসেনের পুত্র মুকুল আহম্মেদ দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করার আশ্বাসে প্রতি গ্রাহকদের নিকট হতে ৪ হাজার করে টাকা প্রদানের কথা বলে।

এমন আশ্বাসে ওই গ্রাহকরা ৪ লক্ষ ৩২ হাজা টাকা একত্রে করে মুকুলকে প্রদানের জন্য কুতুবডাঙ্গা বাজারের একটি সারের দোকান ভূমিকা ট্রেডার্সে একত্রিত হয়। এ সময় চিরিরবন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভূমিকা ট্রেডার্সে টাকা লেনদেনের সময় দালাল মুকুলকে আটক করে।

চিরিরবন্দর সাব জোনাল অফিসের এজিএম মির্জা মোঃ রুহুল্লাহ জানান, বিদ্যুতের সমস্যা সমাধানের আশ্বাসে এলাকায় বেশ কিছু দালাল গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে মোটা টাকা হাতিয়ে নেয় এমন অভিযোগ হরহামেশাই শোনা যায়। অথচ পল্লী বিদ্যুতের নিযুক্ত ইলেকট্রিশিয়ানদের নামে ওই দালালরাই বদনাম রটায়।

তিনি আরও জানান, আবাসিকে সংযোগের জন্য একজন গ্রাহককে মাত্র ৪৫০ টাকা প্রদান করতে হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, আইন শৃংখলার পাশাপাশি বিভিন্ন দপ্তরে দালালের দৌরাত্ব ঠেকাতে পুলিশ সার্বক্ষনিক নজরদারী করছে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ