জুড়ীতে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:১৩:৫৫ || পরিবর্তিত: ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:১৩:৫৫

জুড়ীতে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেদী হাসান মারুফ, মৌলভীবাজার  প্রতিনিধি :|| মৌলভীবাজারের জুড়ীতে  ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে  এই মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে বেলা ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে জেলা-উপজেলা বিভিন্ন পর্যায়ের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পাশাপাশি স্থানীয় জনগণ উপস্থিত  ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এসব ব্যাটারিচালিত রিকশা আটকে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা করছে না প্রশাসন। ব্যাটারিচালিত রিকশায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শহরে যানজট হচ্ছে। ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রতিদিন অনেক বিদ্যুৎ অপচয় হচ্ছে। ফলে জুড়ীতে  প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ বন্ধ হচ্ছে।

আদালতের নির্দেশনা মেনে তা বন্ধ করে দিলে শহরে যানজট কমে আসবে। বিদ্যুৎ সাশ্রয় হবে।এই  ব্যাটারিচালিত অটোরিকশা গুলোরভালো না থাকার কারণে ঘন ঘন এক্সিডেন্ট হচ্ছে।  তাই এসব রিকশা চলাচল বন্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি উপজেলা  কর্তৃপক্ষ ও প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ