ক্রাইস্টচার্চে পবিত্র রমজানে মুসলমানদের পাশে দাঁড়াতে চান গুতেরাস

প্রকাশিত: ১৫ মে, ২০১৯ ০৫:১২:৫২

ক্রাইস্টচার্চে পবিত্র রমজানে মুসলমানদের পাশে দাঁড়াতে চান গুতেরাস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, অনলাইনে ঘৃণামূলক কথা ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ এই সংকট সমাধানে নেতৃত্ব দেবে বলে তিনি অঙ্গীকার করেন।

ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎকালে মঙ্গলবার তিনি এ কথা বলেন। গুতেরেস আল নুর মসজিদ পরিদর্শন করেন। গত ১৫ মার্চ একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর গুলিতে যে দুটি মসজিদে ৫১ জন নিহত হন, নুর মসজিদ তার একটি। হামলাকারী ফেসবুকে ঘটনাটি সরাসরি সমপ্রচার করে। জাতিসংঘ মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরতে নিউজিল্যান্ড সফরে আছেন।

তবে তিনি পবিত্র রমজান মাসে সমর্থন ও সহমর্মিতা নিয়ে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশেও দাঁড়াতে চান। তিনি বলেন, ‘আমি জানি যে দুঃখ, কষ্ট, বেদনা দূর করার মতো কোনো সান্ত্বনা বাক্য নেই। তবে আপনাদের প্রতি আমার ভালোবাসা, সম্পূর্ণ শ্রদ্ধা জানাতেই আমি এখানে এসেছি।’ তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ঘৃণা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আমাদের অবশ্যই এটা বন্ধ করতে হবে। অনলাইন বা অফলাইন কোথাও ঘৃণামূলক বাক্যের স্থান নেই।

প্রজন্মনিউজ২৪/নাবিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ