‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে

চিরিরবন্দরে হোটেল ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ১১ মে, ২০১৯ ০৩:৪৪:৪৫

চিরিরবন্দরে হোটেল ব্যবসায়ীর জরিমানা

মোঃ শরিফুজ্জামান, দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ ও রং মিশ্রিত খাবার তৈরীর অপরাধে এক হোটেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী উপজেলার কারেন্ট হাট বাজারে এ অভিযান চালায়। এবং এ অভিযানের সূত্র ধরে কারেন্ট হাট বাজারের  আলামিন হোটেলকে রং মিশ্রিত খাবার রাখার অপরাধে  জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম রব্বানী  বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারের অপরাধে আলামিন হোটেলকে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন আমরা মনিটরিং করছি। আর এ অভিযান রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ