রেফারি বিজরন কুইপারস ‘অপমান’ করেছেন নেইমারকে

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০১৮ ১২:০৪:২৫ || পরিবর্তিত: ০৭ নভেম্বর, ২০১৮ ১২:০৪:২৫

রেফারি বিজরন কুইপারস ‘অপমান’ করেছেন নেইমারকে

নাপোলি ম্যাচের পর রেফারির ওপর ক্ষোভে ফুঁসছে পিএসজি। তার কারণে ম্যাচটি ড্র হয়েছে, এমন অভিযোগ তোলার পাশাপাশি নেইমার দাবি করেছেন, তাকে মাঠে অসম্মানজনক কথা বলেছেন রেফারি বিজরন কুইপারস। চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে পিএসজি ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। নকআউট পর্বে যাওয়ার জন্য তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘রেফারি আমাকে এমন কিছু বলেছে, যা তার বলা উচিত নয়। এটা অসম্মানজনক।’ ‘সে কী বলেছে, তা আবার বলতে চাই না। যেটা করেছে, তা করতে পারে না। আমাদের বলা হয় মাঠে রেফারিকে সম্মান করতে। তাদেরও আমাদের সম্মান করা উচিত।’

পিএসজি এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। গোল করেন হুয়ান বার্নেট। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের সময় নাপোলি পেনাল্টি পেলে সমতায় ফিরে আসে। বল জালে পাঠান লরেনজো ইনসিগনে। এই গোলটি নিয়ে নেইমারদের আপত্তি আছে। তাছাড়া তাদের একটি পেনাল্টি দেয়া হয়নি বলেও অভিযোগ তুলেছে দলটি।

পিএসজি কোচ বলেন, ‘নাপোলির পেনাল্টির আগে একজন অফসাইড ছিল। বক্সে আমাদের একটি ফাউল দেয়া হয়নি। রেফারিই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

প্রজন্মনিউজ২৪/নিরব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ