প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১২:০৫:১৩
প্রজন্ম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার(১৭ অক্টোবর) রাতে দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে উক্ত ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হালুয়াপাড়া এলাকার বাসিন্দা তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়ার একটি পুকুরে গোসল করতে যান। এ সময় ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের ওপর চড়াও হয়ে মারধর করেন। এর জেরে রাতে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। টর্চলাইটের আলোতে হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রজন্মনিউজ২৪
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৬৯৯ প্রবাসীর নিবন্ধন
কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার
ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের
ফাঁড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি
দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ৪০ টাকা
মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড