শিক্ষকদের ফোন হাসনাত আবদুল্লাহর, এখনই লং মার্চ না করার আহ্বান

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ০১:৪১:৫৪

শিক্ষকদের ফোন হাসনাত আবদুল্লাহর, এখনই লং মার্চ না করার আহ্বান

প্রজন্ম ডেস্ক:

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লংমার্চ  ‌‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন  এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় এ লংমার্চ করার কথা ছিল।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কল পেয়ে এই তথ্য জানান। পরে তিনি(অধ্যক্ষ) কর্মসূচিস্থলে উপস্থিত শিক্ষকদেরও এই আহ্বান জানান।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘এনসিপির নেতা, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আমাকে মোবাইলে কল করে জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটি মিটিং চলছে। সেখানে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ