প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৪:০১
ভিডিও থেকে গ্রেফতার ব্যক্তিদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
বেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক তাদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার আবিদপুর গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে মো: আনোয়ার, আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান ও আবু মুসার ছেলে মো: শাহজাহান। তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে একটি কেক কেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কেক কাটার পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দোয়া হয়। আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো: মজিবুর রহমান। এদিকে অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলও করা হয়।
পরে অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
ওই ভিডিও থেকে গ্রেফতার ব্যক্তিদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
প্রজন্মনিউজ২৪
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক
জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার