প্রকাশিত: ১০ অগাস্ট, ২০২৫ ০১:২৬:২৮
প্রজন্ম ডেক্স
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে লাগা এ আগুনে একটি আসবাবপত্র তৈরির কারখানাসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এছাড়া প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। রাত ১টার দিকে প্রথমে পলি প্লাইউড কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে সেখানে আরও দুটি ইউনিট যুক্ত হয়। সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রজন্ম নিউজ ২৪/ তৌফিক
প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি
তফশিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানালেন ইসি
এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী
তফশিল ঘোষণা কবে, জানালেন ইসি মাসউদ
জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর
ভারত থেকে আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ নিহত: ১ গুলিবিদ্ধসহ আহত ১০