প্রকাশিত: ০৯ অগাস্ট, ২০২৫ ০২:৩৮:১০ || পরিবর্তিত: ০৯ অগাস্ট, ২০২৫ ০২:৩৮:১০
প্রজন্মডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্কসংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। এনডিটিভির সূত্রে এই তথ্য জানা যায়।
খবরে বলা হয়, শুল্কসংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। তার প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যে দ্বিগুণ অর্থাৎ ৫০ শতাংশ শুল্ক আরোপের পর তিনি এ মন্তব্য করেন। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, যতক্ষণ না এটি (শুল্ক সমস্যা) মেটানো যাচ্ছে, ততক্ষণ কোনো আলোচনা নয়।’ প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বৃহস্পতিবার দিল্লিতে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে তার বক্তব্যে বলেন, ‘অর্থনৈতিক চাপে ভারত পিছু হটবে না। আমাদের কাছে কৃষকের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনো কৃষক, জেলে ও দুগ্ধশিল্পের স্বার্থ নিয়ে আপস করবে না। আমি জানি, এর জন্য বড় মূল্য দিতে হবে, আর আমি প্রস্তুত। ভারত প্রস্তুত।’
প্রজন্মনিউজ২৪/ নাঈম
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ
জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম
প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি
ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত
ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ
প্রধান বিচারপতির সঙ্গে একান্ত বৈঠকে সিইসি
দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা
তফশিল ঘোষণার সম্ভাব্য তারিখ জানালেন ইসি