প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ০৩:৪৫:১৬
প্রজন্মডেস্ক: আইসিসির চেয়ারম্যান জয় শাহ’র কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক দাবি করছেন, ভারতের মোদি সরকারের নির্দেশনা মেনে চলেন জয় শাহ। একই সঙ্গে ভারতীয় মিডিয়ার উপস্থাপনাকে হাস্যকর বলেছেন বুমবুম খ্যাত এই ক্রিকেটার।
পাকিস্তানের গণমাধ্যমে আইসিসি সভাপতিকে নিয়ে আফ্রিদি বলেছেন, ‘মোদি সরকার যা বলেন বাছবিচার না করে সেটাই করেন জয় শাহ। ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করা যেন জয় শাহর দায়িত্ব।’
ভারতশাসিত পেহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আফ্রিদি। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করেছেন যে ভারত কোনো কিছু না ভেবেই সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে। ভারতের মিডিয়াও একই কাজ করছে। আফ্রিদি বলেছেন, ‘তারা (ভারতের গণমাধ্যম) মৃতকে জীবিত করে তোলে, আবার যে মরে গেছে তাকেও জাগিয়ে তোলে। বলিউডও আছে এই তালিকায়।’
আফ্রিদি দাবি করছেন, তারা যখন ভারতে ১৯৯৯ সালে সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন ব্যাঙ্গালুরুতে তাদের ওপর হামলা হয়েছিল। আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত।
এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটের কি করা উচিত তাও বলেছেন আফ্রিদি, ‘পিসিবির এই মুহূর্তে লবিং শক্তিশালী করা। আইসিসির সঙ্গে এবং অন্য যত বোর্ড আছে সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মজবুত করা উচিত।’
এক বিবৃতিতে আফ্রিদি দাবি করেছেন যেন ক্রিকেটের মতো খেলাধুলা নোংরা উত্তেজনার শিকার না হয়, ‘খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটা যেন দ্বন্দ্বের কারণ না হয়।’
যদিও বিসিসিআই ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে তারা কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। এমনকি তারা আইসিসি ও এসিসি ইভেন্টেও পাকিস্তানকে এড়িয়ে খেলতে চায়।
প্রজন্ম নিউজ২৪/টিপু
বান্দরবানে মিয়ানমারের নাগরিক আটক
মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা
শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ
যেদিন গ্রেপ্তার সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড
আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন : কাদের সিদ্দিকী
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯