বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, মূল অভিযুক্ত বললেন, ‘আমাদের ভুল হয়ে গেছে’

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ০৭:০১:৪৩ || পরিবর্তিত: ১৫ এপ্রিল, ২০২৫ ০৭:০১:৪৩

বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, মূল অভিযুক্ত বললেন, ‘আমাদের ভুল হয়ে গেছে’

প্রজন্ম ডেক্স: নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় ঘটনায় মামলা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা যুবদলের সদস্যসচিব নূর মোহাম্মদ খান ফরিদকে। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোতাসছির হোসেন ওরফে কাইয়ুম ও কামাল মিয়াসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে। 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে আটপাড়া উপজেলা পরিষদসংলগ্ন মুক্তমঞ্চে প্রশাসন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা যুবদলের সদস্যসচিব নূর মোহাম্মদ খান ফরিদ, যুগ্ম আহ্বায়ক মোতাসছির হোসেন ও কামাল মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তারা ইউএনওকে এখনই অনুষ্ঠান বন্ধ করতে বলেন।এ সময় ইউএনও কারণ জানতে চাইলে তারা বলেন, মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বর’ লেখা হয়েছে? এ কথা বলে মোতাসছিরের নেতৃত্বে নেতা-কর্মীরা মঞ্চে উঠে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে মঞ্চে থাকা ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় ইউএনওসহ কর্মকর্তারা তাদের বাধা দিতে চাইলে ওই নেতারা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন। 

 

তবে এ ঘটনায় নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন যুবদল নেতা নূর মোহাম্মদ খান ফরিদ। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা একটি স্থানে বসেছিলাম। হঠাৎ একজন আমার মেসেঞ্জারে একটি ব্যানার দেন। ওই ব্যানারে বঙ্গবন্ধু চত্বর লেখা ছিল। ফেসবুকেও একজনের শেয়ার দেখেছি। পরে আমরা মঞ্চে গিয়ে কারণ জানতে চাই। এ সময় আমাদের দলের যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন, কামাল হোসেনসহ কয়েকজন ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করেন যে ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। বিষয়টি আমাদের ভুল হয়ে গেছে। এর জন্য আমরা ইউএনও মহোদয়ের কাছে ভুল স্বীকার করেছি। মাফ চেয়েছি।’

এ ব্যাপারে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন, ‘উপজেলার যুবদলের সদস্যসচিব নূর মোহাম্মদ খান ফরিদের নেতৃত্বে কাইয়ুম (মোতাসছির হোসেন), কামালসহ বেশ কয়েকজন নেতা-কর্মী সংঘবদ্ধ হয়ে হঠাৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় আমি কারণ জানতে চাইলে আমাকেসহ কর্মকর্তাদের লাঞ্ছিত করে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। উপস্থাপককে মারধর করে মাইক হাতে নিয়ে আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেন। এ ঘটনায় মঙ্গলবার মামলা হয়েছে।’আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে।


প্রজন্ম নিউজ/24 জাহিরুল ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ