প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ০২:০৪:৩৫
প্রজন্ম ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক আরোপের মাধ্যমে কোনো পক্ষই বিজয়ী হতে পারে না।
সোমবার ভিয়েতনাম সফরের আগে স্থানীয় গণমাধ্যম নান ড্যানকে দেয়া সাক্ষাৎকারে শি জিনপিং বলেন, দেশগুলোকে ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হতে পারে না। এটি কোনো সমাধানও নয়।
শি আরো বলেন, ‘বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দৃঢ়ভাবে রক্ষা করা, বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন।’
তিনি জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান একতরফাবাদ এবং সুরক্ষাবাদের সময়েও চীনের অর্থনীতি ‘বিশ্ব অর্থনীতির একটি মূল চালিকাশক্তি’ হিসেবে রয়ে গেছে। চীন উচ্চ-স্তরের উন্মুক্ততা বজায় রেখে বিশ্বের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করবে এবং নিজস্ব উচ্চ-মানের উন্নয়নের মাধ্যমে অন্যান্য দেশগুলোর ভাগাভাগি উন্নয়নে অবদান রাখবে বলেও জানান তিনি।
শি জিনপিং পাঁচ দিনের এক সফরের অংশ হিসেবে সোমবার ভিয়েতনামে পৌঁছাবেন। সফরকালীন তিনি মালয়েশিয়া ও কম্বোডিয়াও সফর করবেন।
এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। অনেক দেশের উপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক কার্যকর করেছেন। তিনি সেমিকন্ডাক্টরের উপরও নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও তিনি ৯০ দিনের জন্য কয়েক ডজন বাণিজ্য অংশীদারের উপর ‘পারস্পরিক’ শুল্ক স্থগিত করেছেন। তবে চীন এই স্থগিতাদেশের আওতায় আসেনি। ফলে চীনা রফতানির ওপর প্রয়োগ হচ্ছে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক।
এমন প্রেক্ষাপটে, বেইজিং নিজেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য একটি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে উপস্থাপন করতে চাইছে। চীন বর্তমানে আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন) এর বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং পৃথকভাবে ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়ার সাথেও এর শীর্ষ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
ভিয়েতনাম এই অঞ্চলে চীনা পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। ভিয়েতনাম কাস্টমসের জেনারেল ডিপার্টমেন্টের তথ্য মতে, ২০২৪ সালে চীন থেকে ভিয়েতনামের আমদানি ৩০ শতাংশেরও বেশি বেড়ে ১৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ভিয়েতনামের পর শি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মালয়েশিয়া সফর করবেন এবং এরপর সফর করবেন কম্বোডিয়া।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮ জন কারাগারে
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে এবার ‘তামাশা’ বললেন ট্রাম্প, সেরার তালিকায় রাখতে নারাজ
এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো
যে কারণে চট্টগ্রামের ৫০ কারখানা সাময়িক বন্ধ
আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের
বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ পুলিশ সদস্য আহত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও