ইসরাইল কর রাজস্ব আটকে দেয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাড়তি তহবিল দেবে ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫ ০১:২১:০২

ইসরাইল কর রাজস্ব আটকে দেয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাড়তি তহবিল দেবে ইউরোপীয় ইউনিয়ন


প্রজন্ম ডেস্ক: ইসরাইলের বাধার মুখে আর্থিক সঙ্কটে পড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) সহায়তা করতে এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সংস্থাটি প্রায় ১.৬ বিলিয়ন ইউরো অর্থাৎ ১.৮ বিলিয়ন ডলার মূল্যের একটি তিন বছরের তহবিল প্যাকেজ ঘোষণা করেছে। এটি পিএ-র ঘাটতি পূরণে কাজে লাগবে।

ভূমধ্যসাগরীয় অঞ্চলের জন্য ইউরোপীয় কমিশনার ডুবরাভকা সুইকা জানিয়েছেন, এই অর্থ সহায়তার সাথে কিছু কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশাও করছে ইইউ। অর্থাৎ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিজেদের শাসনব্যবস্থায় কিছু সংস্কার আনতে হতে পারে।

গত সপ্তাহে পিএ জানায়, ইসরাইল তাদের হয়ে আদায় করা প্রায় ১.৮ বিলিয়ন ডলারের কর রাজস্ব আটকে রেখেছে। এসব অর্থ মূলত ফিলিস্তিনে আমদানি হওয়া পণ্যের উপর আরোপিত শুল্ক ও কর থেকে সংগৃহীত হয়েছিল।

ইসরাইল এর আগেও একাধিকবার ফিলিস্তিনিদের অর্থনৈতিক চাপে ফেলতে এমন পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলি দখলদারিত্বের বৈধতা চ্যালেঞ্জ করা নিয়েও পিএ-কে শাস্তিমূলকভাবে আর্থিক চাপ দেয়া হয়েছে।

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে পশ্চিমতীরের কিছু এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে জেনিনে চালানো অভিযানের মতো নানা ইস্যুতে পিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তীব্র সমালোচনার মুখে পড়েছে তারা।


প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ