প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ০২:৪৮:০০ || পরিবর্তিত: ১১ এপ্রিল, ২০২৫ ০২:৪৮:০০
প্রজন্মডেস্ক : মাত্র কয়েকটি সিনেমা করেই দর্শকদের মন জয় করেছিলেন পাকিস্তানি বলিউড অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু উরি হামলার পর এই দেশে নিষিদ্ধ হয়ে যান পাকিস্তানের শিল্পীরা। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ৯ বছর পর বলিউডের সিনেমাতে ফিরেছেন ফাওয়াদ খান। এ খবর ছড়িয়ে পড়তেই ফের বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে ফাওয়াদের সিনেমা ‘আবির গুলাল’-এর ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে। তবে অভিনেতা সানি দেওল অন্য মত প্রকাশ করেছেন।
একের পর এক দেশাত্মবোধক সিনেমাতে অভিনয় করেছেন সানি দেওল। তার নামের সঙ্গে দেশপ্রেমী তকমাও রয়েছে। তিনি ফাওয়াদের প্রত্যাবর্তনে খুশি। এক সাক্ষাৎকারে সানি বলেন, আমরা অভিনেতা। সারাবিশ্বে সবার জন্য আমরা কাজ করি। আমরা যত বেশি কাজ করব, তত বেশি সারাবিশ্বে আমাদের দেশের সিনেমা পরিচিতি পাবে। এমনভাবেই তো কাজ হওয়া উচিত। তাই ফাওয়াদের সিনেমা নিয়ে তার কোনো আপত্তি নেই বলে জানান সানি দেওল।
উল্লেখ্য, ফাওয়াদ খানকে শেষ দেখা গিয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমাতে। ২০১৬ সালে উরি হামলার পর দুই দেশের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। পাকিস্তানের অভিনেতাদের ওপর তাই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পাকশিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য আদালতেও আবেদন করা হয়েছিল। অবশেষে ২০২৩ সালে বম্বে হাইকোর্ট থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। ‘আবির গুলাল’ সিনেমাতে বনি কাপুরের বিপরীতে অভিনয় করছেন ফাওয়াদ। অন্যদিকে সানি ব্যস্ত তার সিনেমা ‘জাট’-এর প্রচার নিয়ে। অভিনেতার সিনেমা ‘গদর ২’ বক্স অফিসে বিশেষ সাড়া ফেলে।
প্রজন্ম নিউজ২৪/টিপু
শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৮ জন কারাগারে
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে এবার ‘তামাশা’ বললেন ট্রাম্প, সেরার তালিকায় রাখতে নারাজ
এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো
যে কারণে চট্টগ্রামের ৫০ কারখানা সাময়িক বন্ধ
আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের
বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ পুলিশ সদস্য আহত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও