মহাদেবপুরে পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫ ১২:২৫:৫১

মহাদেবপুরে পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

প্রজন্ম ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। এসময় আরো দুই ডাকাত আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোররাত ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে, মহাদেবপুর উপজেলায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। আহত ডাকাতদের আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহত ডাকাতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত দুই ডাকাত হলেন মাছুম (৩২) ও রুবেল (৩১)। তাদের পরিচয় ও পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ ধাওয়া করে। এবং নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয়টি স্থানে বেড়িকেট দেয়। ডাকাতরা বেড়িকেট ভেঙে পালিয়ে যাওয়ার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়া মাত্রই মহাদেবপুর ও সদর থানার পুলিশ যৌথ অভিযানে নামে।

তিনি আরো বলেন, হতাহতদের নাম-পরিচয় এখনো পুরোপুরি জানা যায়নি। তবে তারা কৌশল হিসেবে একে অপরকে চেনে না বলছিল। আহত আটক দুই ডাকাতকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। আর নিহত ডাকাতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকতাদের পরামর্শে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ডাকাতির ঘটনাস্থল মহাদেবপুর হওয়ায় সেই থানাতেই মামলা হবে বলে নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা।

তিনি বলেন, যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছিল। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দু’টি ছাগল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।


প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

এ সম্পর্কিত খবর

যে কারণে চট্টগ্রামের ৫০ কারখানা সাময়িক বন্ধ

আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র

সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি

আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, মূল অভিযুক্ত বললেন, ‘আমাদের ভুল হয়ে গেছে’

এসএসসি পরীক্ষার্থীর হাতে মোবাইল, কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৮তম বার বাড়লো

আত্মসমর্পণের’ শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করল হামাস

জাফর এক্সপ্রেসে ব্যবহৃত হয়েছিল আফগানিস্তানে ফেলে আসা মার্কিন অস্ত্র

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ