প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫ ০৫:০৯:৫৯
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রজন্ম নিউজডেস্ক :ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার সকালে
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ঠাকুরগাঁও সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম মোজাম্মেল হক ওরফে মানিক (৫০)। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল পবিত্র রমজান মাসের ছুটিতে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১০ থেকে ১২ জন শিক্ষার্থীকে গণিত ও ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। গতকাল ভুক্তভোগী শিক্ষার্থী সকাল ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। বেলা সোয়া ১১টার দিকে মোজাম্মেল তাদের ছুটি দেন। কিন্তু বাড়িতে আসার সময় মোজাম্মেল ভুক্তভোগী ওই শিশুশিক্ষার্থীকে আবার বিদ্যালয়ে ডেকে নেন। পরে বিদ্যালয়ের কক্ষে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে সব বলে দেয়।
ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত মোজাম্মেল হককে আটক করে পুলিশ। পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে ভূল্লি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে মোজাম্মেলকে আদালতে নেওয়া হয়। আদালতে তোলার সময় মোজাম্মেলকে দেখেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রজন্ম নিউজ 24 / মো: জিল্লুর রহমান
বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের
বিটিআরসির সামনের সড়ক অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের
উত্তরায় ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গা এক্সেপ্রেসওয়ে অবরোধ
আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ
বেরোবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে শিবিরের ‘Run With’ কর্মসূচি অনুষ্ঠিত