প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৫ ০২:২৭:০৯
প্রজন্ম ডেস্ক: আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মালেক (৬৯)-সহ তিনজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, আশুলিয়া থানা এলাকা, ঢাকা ও চাঁদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ঢাকার ধামরাই উপজেলার কুশুরা চাড়িপাড়া নরসিংহপুর এলাকার মরহুম আব্দুল গফুরের ছেলে ও ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামী লীগের সাংসদ এম এ মালেক, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মরহুম শহীদ মীরের ছেলে যুবলীগ নেতা মো: ইয়াছিন মীর (৩৫) এবং চাঁদপুরের শাহরাস্তি থানাধীন চান্দাইল এলাকার মরহুম আব্দুর রবের ছেলে সুমন মিয়া (৩৮)।
পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলায় আহত ও নিহতের স্বজনদের দায়ের করা অন্তত চারটি মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এমপি এম এ মালেক। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছিল। অবশেষে গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
এছাড়া আশুলিয়া ও চাঁদপুরে পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার যুবলীগ নেতা ইয়াছিন মীরকে গ্রেফতার করে। আর চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় সুমন মিয়াকে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহীনুর কবির জানান, আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া অন্য দুই আসামিকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার
পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে : প্রেস সচিব
মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রি করতেন এসপি রহমত
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মাগুরার সেই শিশুটির ছবি-ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ
ভারত: রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়
ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা
যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত