ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৫ ০৭:০৯:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য ও আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী পরিবহন প্রশাসকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

 বুধবার (৫ মার্চ) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।


অধ্যাপক ড. এম এয়াকুব আলী একইসঙ্গে উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, "প্রায় চার মাস আগেই আমি পরিবহন প্রশাসক পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। কিন্তু কী কারণে সেটি কার্যকর হয়নি, তা আমার জানা নেই। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই পদে দায়িত্ব পালন আমার ব্যক্তিগত স্বার্থে ছিল না; বরং বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই দায়িত্ব নিয়েছিলাম। আমি একাধিকবার মৌখিকভাবে জানিয়েছি যে, এই দায়িত্ব পালন করতে আগ্রহী নই। ফলে এই পদ ধরে রাখার ফলে আমার ইমেজ সংকট তীব্র হয়েছে। তাই দ্রুত আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে অনুরোধ জানাচ্ছি।"

পদত্যাগপত্র জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, “পরিবহন প্রশাসক পদ থেকে আমি চার মাস আগেই অব্যাহতি চেয়েছিলাম, কিন্তু মাননীয় ভিসি তা কার্যকর করেননি।”

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পরবর্তীতে ২০২৩ সালের ২ ডিসেম্বর তিনি উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান। তবে পরিবহন প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালনের সময় বাস দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাসের আসনসংক্রান্ত সংঘর্ষসহ নানা বিতর্ক তৈরি হয়। এসব ঘটনার জেরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের একাংশ তার পদত্যাগের দাবি তোলে।
অবশেষে সকল বিতর্কের অবসান ঘটিয়ে অধ্যাপক ড. এম এয়াকুব আলী পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন পরিবহন প্রশাসক নিয়োগ দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

প্রজন্ম নিউজ২৪/ইবি
 

এ সম্পর্কিত খবর

শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে : প্রেস সচিব

মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রি করতেন এসপি রহমত

ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতির স্ট্যাটাস

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাগুরার সেই শিশুটির ছবি-ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ

ভারত: রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়

ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ