প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫ ০২:৫২:৩০
প্রজন্ম ডেস্ক: সময়ের সাথে বিসিবি সভাপতির চেয়ারে বদল এলেও বদলায়নি ঘরোয়া ক্রিকেটে বিতর্কিত আম্পায়ারিং। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই দেখা যায় আম্পায়ারিং বিতর্ক। বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার প্রাইম ব্যাংক।
তবে ভুল আম্পায়ারিংয়ের প্রতিবাদ করে উল্টা শাস্তির মুখে প্রাইম ব্যাংকই। আম্পায়ারের সাথে অসদাচরণের অভিযোগ এনে বড় অংকের জরিমানা দিতে হচ্ছে ডিপিএলের দলটাকে। দেয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।
ঘটনা সোমবারের প্রাইম ব্যাংক বনাম রূপগঞ্জ টাইগার্সের ম্যাচের। যেখানে ইরফান শুক্কুরকে ভুল রানআউট দেয়ায় ক্ষুব্ধ হন দলটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক শুক্কুর।
ফুটেজের সহায়তায় দেখা যায়, ইরফান রান সম্পূর্ণ করলেও মাঠের আম্পায়ার ফিল্ডিং দলের আবেদনের পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত চান। সরাসরি সম্প্রচার থাকলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
এদিকে অনাকাঙ্ক্ষিত কারণে ম্যাচটিতে তৃতীয় আম্পায়ার ছিলেন না। ফলে ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান সন্দেহের ওপর রানআউটের সিদ্ধান্ত দেন। যা নিয়েই প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ক ক্ষুব্ধ হন।
ম্যাচ রেফারি আখতার আহমেদের সাথে তর্কে জড়িয়ে পড়েন তারা। উত্তপ্ত পরিস্থিতিতে প্রায় ২০ মিনিট বন্ধ থাকে খেলা। যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কোচ তালহা জুবায়ের এই সময় ম্যাচ রেফারির উদ্দেশে বলেন, ‘এটা কী হলো? আপনি কোথায় নামাচ্ছেন ম্যাচটা? এটা আউট দিলে আরো গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন! আম্পায়ারের ভুল আমি কেন মেনে নেব?’
তবে ঘটনার রেশ শেষ হয়নি। ম্যাচ শেষে ম্যাচ রেফারির সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে কোচ, ম্যানেজার ও অধিনায়ক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি অধিনায়ক শুক্কুরকে শৃঙ্খলাভঙ্গের জন্য ৩ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার
পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে : প্রেস সচিব
মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রি করতেন এসপি রহমত
ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতির স্ট্যাটাস
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা
যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?