প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫ ০৩:২৯:৩০
প্রজন্ম ডেস্ক: শিল্পাঞ্চল আশুলিয়ায় রাতের আঁধারে একটি বন্ধ পোশাককারখানার মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে।
আজ শনিবার ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড কারখানায় লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় পাশের একটি বিকাশ অ্যাজেন্টের দোকানেও লুটপাট চালায় তারা।
সূত্রে জানা গেছে, ম্যাগপাই পোশাককারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। যার কারণে কারখানার বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন করা আছে। এই সুযোগে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কারখানায় প্রবেশ করে দু’টি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যাক্ত অ্যায়ারকন্ডিশনার, বৈদ্যুতিক মোটর ও জেনারেটরের তার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ‘ঘটনাস্থলে শিল্পপুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম উপস্থিত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘ভোরে ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামের একটি বন্ধ কারখানায় লুটের ঘটনা ঘটেছে। কারখানায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়েছে লুটকারীরা। শিল্প পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা
শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ
যেদিন গ্রেপ্তার সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড
বিচারকের ছেলে হত্যাকারী কে এই লিমন?
গণমাধ্যমের সাথে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান
দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, নিহত ছাড়াল ৬৯ হাজার