প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫ ১১:৫৬:৫৯
প্রজন্ম ডেস্ক: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কিছুদিন আগে স্যোশার মিডিয়ায় ‘যাওয়ার সময় হয়েছে’ বলে এক ইঙ্গিতপূর্ণ কথা বলে স্ট্যাটাস দিয়েছিলেন। গতকাল রাতেও তাকে তেমন কথা বলে ভক্তদের ভাবনায় ফেললেন বিগ বি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া অমিতাভের পোস্ট দেখে কপালে ভাঁজ পড়েছে নেটিজেনদের। জল্পনা চলছে সত্যি কি বিনোদন জগত থেকে সরে যেতে চলেছেন তিনি?
গতরাতে অমিতাভ তার পোস্টে লিখেছেন, ‘যাব কি থেকে যাব?’
ভাবনার পাশাপাশি অনেকে মজা করেও মন্তব্য করেন সেই পোস্টে। একজন লিখেছেন, ‘একবার জয়াজিকে প্রশ্ন করুন।’
আরেকজনের মন্তব্য, ‘আপনি কি সত্যিই সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন?’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আমার তো মনে হয় কেবিসি-র সিজন শেষ হচ্ছে।’
অমিতাভ বচ্চনের বয়স ৮০ পার করলেও সমান তালে কাজ করছেন একাধিক প্রোজেক্টের কাজ। বর্তমানে যদিও কেবিসি নিয়ে ব্যস্ত। এরপর ‘আঁখে টু’, ‘দ্য ইন্টার্ন’, ‘ককটেল টু’ এবং ‘হাসমুখ পিগ গায়ে’ ছবিতে দেখা যাবে বিগ বি-কে।
অমিতাভ বচ্চনকে শেষ দেখা যায় কল্কি ২৮৯৮ এডি-তে। এই সিনেমাটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। একই সঙ্গে ব্রহ্মাস্ত্র-র দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাকে। এটি বড় পর্দায় মুক্তি পেতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে।
প্রজন্ম নিউজ২৪/এম,এইচ
নির্বাচন প্রশ্নে বিএনপি-জামায়াত-এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব
আফগানিস্তানের যা আছে, বাংলাদেশের সেটাও নেই
খালি পেটে নাকি ভরা পেটে খাবেন পেঁপে
আপেল জুস,নাকি আপেল—কোনটি বেশি স্বাস্থ্যকর?
হামাসভীতি; পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে ৬১ শতাংশ ইসরাইলি
যুদ্ধে হারিয়ে যাওয়ার এক বছর পর শিশুকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা