প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫ ১২:৪৩:৪৫
প্রজন্মডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রথম আন্তর্জাতিক সফর সৌদি আরব বা যুক্তরাজ্যে হতে পারে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ‘এটা সৌদি আরবও হতে পারে, আবার যুক্তরাজ্যও হতে পারে। সাধারণত প্রথমে যুক্তরাজ্যেই যাওয়া হয়, তবে শেষবার আমি সৌদি আরব গিয়েছিলাম কারণ তারা ৪৫০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিল’।
ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে তার শেষ সফরের সময় বিশাল পণ্যের চুক্তি হয়েছিল, যার জন্য তিনি দেশটি সফর করেছিলেন।
নতুন করে সৌদি আরব পণ্য আমদানির ঘোষণা দিলে ভেবে দেখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি এমন কোনো প্রস্তাব আসে, আমি আবারও সেখানে যেতে পারি’।
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন এবং তার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন।
প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে সৌদি আরবে গিয়েছিলেন ট্রাম্প।
এটি ছিল ট্রাম্পের প্রশাসনের প্রথম আন্তর্জাতিক সফর এবং সৌদি আরবের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সফরটি অনেক আলোচিত হয়েছিল কারণ এটি সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দেয়, বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায়।
এই সফরের মাধ্যমে ট্রাম্প সৌদি আরবের সাথে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন, যা মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সৌদি আরবেও তার সফরকে অনেক গুরুত্ব দেয়, কারণ দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়।
সৌদি আরবের সঙ্গে ব্যবসা, নিরাপত্তা এবং ধর্মীয় বিষয় নিয়ে ট্রাম্পের অবস্থান, বিশেষ করে মুসলিম দেশগুলোর ওপর যে নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছিলেন, তা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
সম্প্রতি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ নিয়ে ট্রাম্প বলেছেন, তিনি সৌদি নেতৃত্বের কাছে এই বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার অনুরোধ করবেন।
ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব।
প্রজন্ম নিউজ২৪/টিপু
দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
যেসব বিভাগে আজ বৃষ্টি হতে পারে
ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন
আওয়ামী হামলায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
এস আলম পরিবারের ৫১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
‘অপারেশন ডেভিল হান্ট’ গাজীপুরে আটক ৪৮
ফ্যাসিস্ট হাসিনার ‘আয়নাঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা
চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড চূড়ান্ত, দেখে নিন কোন দলে কারা আছেন
পটুয়াখালীতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড