প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫ ১১:১৩:০০
প্রজন্ম ডেস্ক: রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে। আগের ম্যাচে জোড়া গোলের পর এবার লা লিগায় করেছেন নিজের প্রথম হ্যাটট্রিক। তার এমন অসাধারণ পারফরম্যান্সে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির দল।
খেলার শুরুতেই সুযোগ পায় ভায়াদোলিদ। দ্বিতীয় মিনিটে সেলিম আমাল্লাহর কর্নারে দাভিদ তোরেসের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ২৪ মিনিটে মামাদু সিলারের শটও দারুণভাবে রুখে দেন তিনি।
এরপর ম্যাচে নিজেদের ছন্দে ফেরে রিয়াল। ৩০ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে বুলেট গতির শটে গোল করেন এমবাপ্পে। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় লস ব্লাঙ্কোজ।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে প্রতি-আক্রমণ থেকে রদ্রিগোর পাসে সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। তবে ৬৭ মিনিটে হ্যাটট্রিকের সহজ সুযোগ মিস করেন তিনি। যদিও যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বেলিংহ্যামকে বক্সে ফাউল করার জন্য ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তা থেকে গোল করে নিজের প্রথম হ্যাটট্রিক স্মরণীয় করে রাখেন ফরাসি তারকা। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে রয়েছে ৪ পয়েন্টে।
প্রজন্মনিউজ২৪/ এম বি
ফ্যাসিস্ট হাসিনার ‘আয়নাঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা
চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড চূড়ান্ত, দেখে নিন কোন দলে কারা আছেন
রেমিটেন্সের শীর্ষে ঢাকা, দ্বিতীয় চট্টগ্রাম
কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবে,বিএনপির ৬৪ জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা
ঢাকা কলেজ শহীদ রুমী সংসদের নেতৃত্বে, নাহিয়েন সাবাব ও খন্দকার ফাহিম
আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধবিমান
তাসকিনদের হোটেল ছাড়ার নির্দেশ দিল রাজশাহী