প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৫ ১১:১২:২৬
প্রজন্ম ডেস্ক:বলিউডের তারকা-সন্তানদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। তাদের ভক্তসংখ্যাও কম নয়। এই সব তারকা-সন্তানদের মধ্যে অনেকেই বলিউডে আত্মপ্রকাশ করেছে এরই মধ্যে।
শুধুমাত্র তারকা-সন্তান বলেই তাদের অভিনয়ের উপরে দর্শকের নজর থাকে একটু বেশি। প্রতি মুহূর্তে তাদের অভিনয় তুলনা করা হয় তাদের বাবা-মায়ের অভিনয়ের সঙ্গে। কাজ পাওয়ার রাস্তা সহজ হলেও তাদের টিকে থাকার সফর খুব একটা মসৃণ না-ও হতে পারে। দেখে নেওয়া যাক এমন ৭ জন তারকা-সন্তানকে যারা এই মুহূর্তে পর্দায় নজর কাড়ছেন।
আরিয়ান খান
এই তালিকার প্রথমেই রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানে পুত্র আরিয়ান খান। গত বছরের নভেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া উঠে আসবে প্ল্যাটফর্মটিতে। সিরিজটির পরিচালক আরিয়ান খান।
শানায়া কাপুর
সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে শানায়া। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। তবে নানা জটিলতায় আসেনি ছবিটি। পরে জানা যায়, ‘বেধড়ক’ নামে ছবিটি স্থগিত হয়েছে। চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’ ছবিতে দেখা যাবে তাকে।
ইব্রাহিম আলী খান
আগে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম আলী খান। এবার অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের পুত্রের। করণ জোহরের ‘শারজামিন’ ছবিতে দেখা যাবে তাকে।
আহান পান্ডে
চাঙ্কি পান্ডের ভাই চিক্কি ওরফে ব্যবসায়ী অলক শারদ পান্ডে ও ডিন পান্ডের ছেলে আহান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান।
রাশা থাডানি
আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজাদ’ সিনেমাটি। এ ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাভিনা ট্যান্ডনের কন্যার। ছবিটিতে আছেন অজয় দেবগনও।
সিমার ভাটিয়া
এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমারের ভাগনি সিমার ভাটিয়া। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিমারকে। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হবে সিমারের।
আমান দেবগন
নামের সঙ্গে দেবগন পদবি দেখে অজয়ের সঙ্গে তার সম্পর্ক আন্দাজ করা শক্ত নয়। তিনি অজয় দেবগনের ভাগনে, নীলমের ছেলে। রাশা থাডানির সঙ্গে অভিষেক কাপুরের ‘আজাদ’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তার।
প্রজন্মনিউজ২৪/এম বি
দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
যেসব বিভাগে আজ বৃষ্টি হতে পারে
ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন
আওয়ামী হামলায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
এস আলম পরিবারের ৫১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
‘অপারেশন ডেভিল হান্ট’ গাজীপুরে আটক ৪৮
ফ্যাসিস্ট হাসিনার ‘আয়নাঘর’ পরিদর্শনে প্রধান উপদেষ্টা
চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড চূড়ান্ত, দেখে নিন কোন দলে কারা আছেন
পটুয়াখালীতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড