প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৫ ০৬:০৯:৪১ || পরিবর্তিত: ১০ জানুয়ারী, ২০২৫ ০৬:০৯:৪১
প্রজন্ম ডেস্ক: বিভিন্ন সময়ে বক্তব্য দিয়ে আলোচনার- সমালোচনার তুঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একটি ছবি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে তাকে দাঁড়ি-গোঁফসহ দেখা যাচ্ছে এবং দাবি করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ছবি। তবে এই ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এটি ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময় তোলা শামীম ওসমানের একটি পুরোনো ছবি। ওই ছবিতে কোনো দাঁড়ি-গোঁফ ছিল না। কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ছবিটিতে দাঁড়ি-গোঁফ যুক্ত করা হয়েছে এবং সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে। অর্থ্যাৎ শামিম ওসমানের ভাইরাল হওয়া ছবিটি আসল নয়।
২০২২ সালের ১৬ জুলাই বেসরকারি টেলিভিশন সময় টিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শামীম ওসমান মদিনায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছিলেন। সেই সময় তার ভিডিও বার্তাও প্রচারিত হয়, যেখানে তিনি বাংলাদেশসহ বিশ্বের মানুষের জন্য দোয়া করেন।
এছাড়া চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলেও ২০২২ সালের ১৫ জুলাই একই ভিডিও পাওয়া যায়, যা থেকে সম্পাদিত ছবিটির মূল চিত্র শনাক্ত করা সম্ভব হয়েছে।
রিউমর স্ক্যানার জানায়, শামীম ওসমানের বর্তমান অবস্থান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ইন্টারনেটে প্রচারিত দাঁড়ি-গোঁফযুক্ত ছবিটি কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা এবং এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা চলছে।
এর আগে ২০১৩ সালে “খেলা হবে” স্লোগানটি ব্যবহার করেন। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে "চ্যালেঞ্জ" জানিয়ে স্লোগানটি দেন। তিনি নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক সভায় বলেন "কারে খেলা শেখান? আমরা তো ছোটবেলার খেলোয়াড়। খেলা হবে!"।
প্রজন্ম নিউজ২৪/ এমএস শেখ।
ডালিমের পর ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী
রাউজানে সমন্বয়কের ওপর হামলার অভিযোগ
বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
জুলাই বিপ্লবের বেওয়ারিশ ৬ লাশের একজনের পরিচয় মিলল
সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
শামীম ওসমানের দাড়ি-গোঁফওয়ালা ভাইরাল ছবিটির ফ্যাক্টচেক
বিয়ের খবর ভাইরাল, যা বললেন তাহসান
ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
উচ্চ আদালতের বিচারক নিয়োগবিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা